চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতভাগ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে ‘আমেরিকার দুমুখো মানসিকতার প্রতিফলন’ বলে তীব্র সমালোচনা করেছে বেইজিং। শনিবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ নিয়ে দেশটি চিন্তিত নয়। ওয়াশিংটন যদি ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করে তবে চীন পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। গত শুক্রবার ট্রাম্প চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরল ধাতুর রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে বেইজিং ‘অত্যন্ত বৈরী মনোভাব’ দেখাচ্ছে। আধুনিক প্রযুক্তি উৎপাদনে এই বিরল খনিজ ধাতুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, চলতি মাসের শেষ দিকে নির্ধারিত ট্রাম্প–শি জিনপিং বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা এখনো অনিশ্চিত। ট্রাম্পের এসব মন্তব্যের পর বৈশ্বিক শেয়ারবাজারে চাঞ্চল্য দেখা দেয়। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক ওই দিন ২ দশমিক ৭ শতাংশ পতন ঘটে। এপ্রিলের পর...