শিলাজিৎ মজুমদার—গায়ক, গীতিকার ও সুরকার। অভিনেতা হিসেবেও পরিচিত তিনি। ভাষা, শব্দ আর সুর নিয়ে তার এক্সপেরিমেন্ট শ্রোতাদের কাছে আকর্ষণীয়। সাধারণত অন্যের লেখা গানে খুব কমই পাওয়া যায় তাকে। সম্প্রতি বাংলাদেশের গীতিকার গালিব সর্দারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন শিলাজিৎ। ‘ভেঙে গেলো স্বপ্ন আমার, শব্দ হলো না/ ভাঙল কত ঘুম, কেউ শুনতে পেল না’—এমন কথার গানটির সুর করেছেন শাদিউল আলম জীবন। সংগীতায়োজন করেছেন বাবি। কলকাতার নিয়োগী'স প্লেসে গানটির রেকর্ডিং হয়েছে। নান্দনিক ভিডিও নির্মাণের কাজটি করেছেন রাহী আবদুল্লাহ ও তার টিম, যা গানচিল মিউজিক থেকে প্রকাশিত হয়েছে। এর আগে দুই বাংলার অনেক খ্যাতিমান শিল্পীর কণ্ঠে শোনা গেছে গালিব সর্দারের লেখা গান। বাংলা গানে শিলাজিতের আবির্ভাব ১৯৯৪ সালে। প্রথম অ্যালবাম ‘ভূমিকা’ প্রকাশের পর বড়সড় বদল আসে বাংলা গানের ধারায়। এ অ্যালবামের গানগুলোর বিষয়, সুর...