ইমাম-উল-হাক ও শান মাসুদের দারুণ দুটি অর্ধশতক এবং তাদের শত রানের জুটিতে দারুণ ভিত পেল পাকিস্তান। কিন্তু ৩৬ রানের মধ্যে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। লাহোর টেস্টের প্রথম দিনের লড়াই রঙ পাল্টালো আরও একবার। মোহাম্মাদ রিজওয়ান ও সালমান আলি আগার ব্যাটে বড় সংগ্রহের আশা জাগাল পাকিস্তান। প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩১৩। ১০৭ বলে দুটি করে ছক্কা ও চারে ৬২ রানে খেলছেন রিজওয়ান। ৮৩ বলে এক ছক্কা ও দুই চারে ৫২ রানে ব্যাট করছেন সালমান। লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে হারায় পাকিস্তান। কাগিসো রাবাদার তৃতীয় বলে রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। উইকেট বেশ শুষ্ক, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পিচে ভাঙার আভাস স্পষ্ট হয়ে ওঠে। তবে দিনের শুরুতে পেসারদের জন্য...