জাতীয় ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ জিততে রংপুর বিভাগকে করতে হবে ১৩৭ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে খুলনা বিভাগ ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে৷ প্রতিযোগিতার প্রথম আসরে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল। খুলনা প্রথমবারের মতো খেলছে ফাইনাল। ব্যাটিংয়ে তারা খুব একটা ভালো করতে পারেনি। বোলাররা এই পুঁজিতে রংপুরকে আটকে দিতে পারে নাকি সেটাই দেখার।আরো পড়ুন:টস হেরে ব্যাটিংয়ে খুলনানাসিরের ফিফটিতে ফাইনালে রংপুর খুলনার বিশাল ব্যাটিং লাইনআপ থাকলেও তারা ভালো করতে পারেনি। সৌম্য সরকার ৮, এনামুল হক বিজয় ১২ রান করেন। আফিফ হোসেন ধ্রুব করেন ১৪ রান। ওপেনার ইমরানুজ্জামান ০ ও পারভেজ হোসেন জীবন ৮ রানের বেশি করতে পারেননি। দলের হাল ধরেন মোহাম্মদ মিথুন। অধিনায়ক ৩২ বলে ৪৪ রান করেন একটি চার ও তিনটি ছক্কায়। ষষ্ঠ উইকেটে তাকে সঙ্গ দিয়ে...