রোববার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে জেলার মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সাধারণ যাত্রীদের জিম্মি করে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় নাখোশ সাধারণ যাত্রীরা। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মো. আলমগীর মাহমুদ আলম। তিনি ঢাকা পোস্টকে বলেন, একটি চক্র পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে বাস চলাচল বন্ধ করেছে। এর সঙ্গে স্থানীয় কয়েকজন পরিবহন নেতা ও মালিক জড়িত। মূলত তাদের ইন্ধনেই ঢাকা থেকে শ্রমিক ও মালিক ফেডারেশন বাস চলাচল বন্ধ করেছে। গত শুক্রবার থেকে আজ (রোববার) পর্যন্ত ঘটনাপ্রবাহগুলো সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে এই ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ মিলবে। জেলা শ্রমিক ইউনিয়নের...