নিজস্ব প্রতিবেদক : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ইনস্টিটিউট প্রশাসন। আজ রোববার (১২ অক্টোবর) ইনস্টিটিউট এর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর এমআইএসটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এইচএসসির ফলাফল প্রকাশের পরপরই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ইনস্টিটিউটটি মিরপুর সেনানিবাসে অবস্থিত। ১৯৯৮ সালের দিকে বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদের বিএসসি প্রকৌশল অধ্যায়ন করার জন্য বাংলাদেশ সরকার এটি প্রতিষ্ঠিত করে। ২০০৮ সালের আগে এমআইএসটি...