চট্টগ্রাম নগরীর খুলশী থানায় সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনকে শারীরিকভাবে হেনস্থা করেছেন এক পুলিশ কর্মকর্তা। রবিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। যথাযথ তদন্ত করে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির। হেনস্থার শিকার যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত জানান, আগের দিন জিইসি কনভেনশনে একটি কনসার্টে গন্ডগোলের ফলোআপ রিপোর্টের জন্য খুলশী থানায় যাই। এসময় সেখানে ওই ঘটনায় আটক লোকজনের স্বজনদের বক্তব্য নিচ্ছিলাম। এসময় উপ পুলিশ কমিশনার আমীরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একটি রুমে আটকে রেখে ফ্লোরে ফেলে মারধর করে। এসময় ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনকে মারধর করে তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির খুলশী থানায় যান...