নিজস্ব প্রতিবেদক: শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির একমাত্র শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক। রোববার (১২ অক্টোবর) তিনি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন। রেজাউল হকের পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন সরকার শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। ২০১৭ সালে এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেন। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পরিচালনা বোর্ড বাতিল করে নতুন বোর্ড গঠন করে। এই বোর্ডে রেজাউল হক ছাড়াও চারজন স্বতন্ত্র পরিচালক যুক্ত হন। নতুন চেয়ারম্যান হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। তবে এক বছরের বেশি সময়েও ব্যাংকের আর্থিক অবস্থা উন্নত...