নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপনকে কেন্দ্র করে বাজেট নিয়ে প্রশ্ন তোলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন,“জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনার বাজেট নিয়ে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক সৃষ্টি করছে। এটি জনগণের দায়বদ্ধতা থেকে নয়, বরং একটি রাজনৈতিক অপপ্রচারের অংশ।” তিনি আরও বলেন,“যারা অতীতে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, তারাই আজ অপপ্রচারের নেতৃস্থানীয় ভূমিকায়। তাদের কাছ থেকে নৈতিকতা নিয়ে প্রশ্ন শোনাটা দুঃখজনক।” উপদেষ্টা জানান, স্মৃতিস্তম্ভটি শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, বরং এটি প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আত্মত্যাগের ইতিহাস বহন করবে। তিনি জোর...