বগুড়া: সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া হাটে জেলা পরিষদের খাস জমিতে রাতারাতি গড়ে ওঠা অবৈধ দোকানঘর এখনো উচ্ছেদ হয়নি। আওয়ামীলীগ সরকারের সময় গড়ে ওঠা এই অবৈধ স্থাপনার পেছনে রয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক। ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে শহীদদের রক্তের ঋণ নিয়ে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা।স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালে মানিকের তত্ত্বাবধানে ৮টি দোকান নির্মাণ করা হয়, যেগুলোর প্রতিটি অবৈধভাবে খাস জমিতে গড়ে তোলা হয়। এসব দোকান থেকে এখনো ভাড়া তুলে আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এক ব্যবসায়ী ৬৫ হাজার টাকা দিয়ে মানিকের কাছ থেকে দোকান কিনে ব্যবসা চালাচ্ছেন যা সরাসরি আইন লঙ্ঘনের শামিল।মানিক নিজেও এই অবৈধ দখলের বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা তখন হাট ইজারা নিয়েছিলাম, তখনই...