গত শনিবার ভোররাতে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবর চাপা কলেজ সংলগ্ন জগৎনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ডাকাত আশাদুল ইসলাম ওরুফে রফিকুল বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের মৃত আব্দুল মন্ডল ওরুফে ভাদুর ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মথরাপুর ইউপির জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুল সহ ৫-৬ জনের একটি সঙ্গবদ্ধ দল ডাকাতি করতে যায়। টিন খুলে বাড়িতে প্রবেশ করে আল-আমিনকে মারধর করে তাকে বাঁধতে গেলে টিনে শব্দ হয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকানোর চেষ্টা করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় অন্যরা পালিয়ে গেলে আশাদুলকে আটক করে স্থানীয় জনতা পিটুনি দেয়। পরে তার হাত-পা বেঁধে তার দুই পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান...