ভারতে বিদেশিদের বিরুদ্ধে মামলার সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ। দেশটির জাতীয় অপরাধ নথি ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিদেশিদের মাধ্যমে সংঘটিত অপরাধের সংখ্যায় ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ওই বছর বিদেশিদের বিরুদ্ধে নিবন্ধিত অপরাধের পাশাপাশি ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’ ও ‘রেজিস্ট্রেশন অব ফরেনার্স অ্যাক্ট, ১৯৩৯’-এর অধীনে সর্বাধিক মামলা রেকর্ড হয়েছে রাজ্যটিতে। ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’ ও ‘রেজিস্ট্রেশন অব ফরেনার্স অ্যাক্ট, ১৯৩৯’ আইন দুটি মূলত ভারতে আগত বিদেশিদের প্রবেশ, নিবন্ধন, অবস্থান, চলাচল ও প্রস্থান সংক্রান্ত বিধান এবং এসব বিষয়ে ভারত সরকারের ক্ষমতার আইনি কাঠামো নির্ধারণ করে। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে পশ্চিমবঙ্গে বিদেশিদের বিরুদ্ধে মোট ১ হাজার ২১টি অপরাধের মামলা হয়। এর মধ্যে ৯৮৯টি মামলা উল্লেখিত দুই আইনের অধীনে দায়ের করা হয়, যা...