দেখা গেছে, ট্রেন চলাচলের সময় পুরো রাস্তা বন্ধ থাকায় দীর্ঘ লাইনে আটকে থাকে অ্যাম্বুলেন্স, স্কুলবাস, অফিসগামী পরিবহন, এবং জরুরি কাজে থাকা মানুষ। ফলে যানজটে আটকে থাকা ৫ মিনিটও একেক জনের জীবনে হয়ে দাঁড়ায় অনেক বড় ক্ষতির কারণ। ১৪ বার ট্রেন চলাচলের সময় যদি প্রতিবার ২০ মিনিট করে থামে, তাহলে দিনে ৪ থেকে ৫ ঘণ্টা রাস্তায় অচলাবস্থা সৃষ্টি হয়। রেল ক্রসিংয়ের গেটম্যান জানান, ট্রেন আসার পাঁচ মিনিট আগেই আমাকে বার ফেলতে হয়। আর বার ফেললেই রাস্তার দুই পাশে বিশাল জ্যাম তৈরি হয়। কখনো কখনো একটি ট্রেন আসতে ১০ মিনিট লাগে, আবার ট্রেন পার হলেও পুরো রাস্তা খালি হতে আরও সময় লাগে। ক্রসিংয়ের জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালক সুরুজ মিয় বলেন, ট্রেনটা দেরিতে আসে, তারপরও আমরা দাঁড়িয়ে থাকি। সব মিলিয়ে ১৫ থেকে...