ওয়ারিশান সম্পত্তির ঘটনা যেখানে অংশীদারদের মধ্যে ভাগবন্টন না হওয়া, সেখানে বহু ভূমি মালিক নামজারি সংক্রান্ত জটিলতা ও আইনি অনিশ্চয়তার মুখে পড়েন। ভূমি মন্ত্রণালয় সম্প্রতি এধরনের পরিস্থিতি দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান করার একটি নির্দিষ্ট পদ্ধতি ঘোষণা করেছে। নিচে সেই প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করা হলো। প্রথমত, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে আপোষবোধে জমি বণ্টন সম্পন্ন করতে না পারে, সেই সম্পত্তি নামজারি ছাড়া রাখা যাবে না। বন্টন দলিল ছাড়া আলাদা আলাদাভাবে কোনো পদ্ধতিতে নামজারি করা যাবে না। যদি কারওফলে কেউ দলিলবিহীনভাবে নামজারি করে নেয়, তবে সেই পদ্ধতিকে অবৈধ ঘোষণা করা হবে এবং আইনের চোখে সেই ব্যক্তি দণ্ডনীয় হবেন। এই ক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তাদেরও জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যে...