গত সেপ্টেম্বর মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৭১ কোটি ৬০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণ, ১ কেজি ৬৫০ গ্রাম রুপা, ৯ হাজার ২৪৮টি শাড়ি, ১৩ হাজার ৫৫৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১ হাজার ৪৬১টি তৈরি পোশাক, ১ হাজার ২৮৬ মিটার থানকাপড়, ৩ লাখ ৯১ হাজার ৭৯৩টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৯৫২ পিস ইমিটেশন গহনা, ১৩ লাখ ৬১ হাজার ২৭৬টি আতশবাজি, ৪ হাজার ২০২ ঘনফুট কাঠ, ২ হাজার ৩৫ কেজি চা পাতা, ১১ হাজার ৩৭৭ কেজি সুপারি, ৮১ হাজার ৭৮০ কেজি কয়লা, ৭৩৫ ঘনফুট...