লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনের সাথে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনের সাথে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে আনোয়ার আলদীন সাম্প্রতিক বাংলাদেশ ও সাংবাদিকতা বিষয়ে কথা বলেন এবং ব্রিটেনে কর্মরত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেষ্টা করেন। প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদিন তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের কিছু অংশ তুলে ধরে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বাংলাদেশের গণমাধ্যমে সেল্ফ...