রাস্তায় চলার পথে কুকুরের আগ্রাসী আচরণের শিকার হলে আতঙ্কিত না হয়ে কিছু সচেতনতামূলক কৌশল অবলম্বন করা জরুরি। প্রথমেই মনে রাখতে হবে যে, কুকুর অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এবং তারা সহজেই মানুষের ভয় বুঝতে পারে। তাই কোনোভাবেই ভয় পেয়ে দৌড়ানোর চেষ্টা করবেন না, কারণ এটি কুকুরের তাড়া করার প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে।বরং সাহসের সাথে ঘুরে দাঁড়িয়ে কুকুরটির দিকে উল্টো হুমকি বা আগ্রাসী ভঙ্গিমা দেখান। হাঁটার সময় যদি কুকুরের একটি দল আপনার দিকে তেড়ে আসতে থাকে, তবে দ্রুত গতি কমিয়ে দিন অথবা একেবারে থেমে যান—এতে কুকুর বুঝতে পারবে যে আপনি ভয়ে পালাচ্ছেন না। এছাড়াও, কুকুরকে কখনো সরাসরি চোখে চোখ রেখে তাকাবেন না, কারণ কিছু কুকুরের কাছে এটি চ্যালেঞ্জ বা আগ্রাসনের লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে এবং তারা আরও তেড়ে আসতে পারে। তাই তাকে...