কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের দড়িপাড়ায় শিয়ালের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে শিশুসহ সাতজন শিয়ালের কামড়ে আহত হন। এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহতরা হলেন জয়নাল হোসেনের ছেলে আরিফ, হাকিম মিয়ার ছেলে মোবারক, রাসেল মিয়ার ছেলে রিফাত, আবু মিয়ার ছেলে চাঁন মিয়া, শিপন মিয়ার ছেলে আশিক, তাহের মিয়ার ছেলে মাঈনউদ্দিন। খবর পেয়ে অভিভাবকরা তাদের সন্তানদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে জলাতঙ্ক রোগের টিকাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন শিয়ালে কামড়ের রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক জানিয়েছেন। রোগী আসা শনিবার রাত থেকে শুরু হয়েছে।ষাটোর্ধ্ব আবদুল মান্নান বলেন, শুধু মানুষ নয়,...