পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, তাদের সেনাবাহিনী আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে ‘প্রতিশোধমূলক’ হামলা চালিয়ে তালেবান ও ভারত সমর্থিত তহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা ফিতনা আল-খাওয়ারিজের দুই শতাধিক সদস্যকে হত্যা করেছে। পাকিস্তানের অভিযোগ, আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুর্রামসহ বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে বিনা উস্কানিতে তালেবান বাহিনী গুলি চালানোর পর দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।এছাড়া দির, চিত্রাল, বারামচা এবং ডুরান্ড লাইনের অন্যান্য এলাকায় হামলার খবর পাওয়া গেছে। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে। আফগান সীমান্তের তালেবান ক্যাম্প, পোস্ট, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ও সহায়ক নেটওয়ার্ককে এ হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। সীমান্ত জুড়ে একাধিক তালেবান অবস্থান ধ্বংস করা হয়েছে। আফগান সীমান্তের ২১টি প্রতিকূল অবস্থান সাময়িকভাবে দখল করা হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা ও সহায়তা করার...