ঢাকা:মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের বাধা এবং লাঠিচার্জের মুখে সেখান থেকে সরে এসে শিক্ষকরা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুর ২টায় প্রেসক্লাব থেকে সরে এসে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে এলাকায় জমায়েত হন এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে দুপুর পৌনে ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং পর পর পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। কিছু শিক্ষক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় শহীদ মিনার না ছাড়ার ঘোষণা দিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের...