বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য কর্মকর্তা মো. ওমর সানিকে হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছে থাকা ৩০ কেজি ইলিশ এবং ১৫ কেজি পাঙাশ মাছ জব্দ করা হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে অংশ নেন ইলিশ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মো. এমদাদুল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি এবং কোস্টগার্ডের একটি টিম। এ সময় তাদের ওপর একদল বিপথগামী জেলে দেশীয় অস্ত্র দা, কুড়াল, চাপাতি, ইট ও সুড়কি দিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন...