জেলার লংগদু জোনের সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল সংখ্যাক ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছেন। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এই সব সিগারেট দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই সিগারেট জব্দ করেছে। নির্ভযোগ্য তথ্য অনুযায়ী, মারিশ্যা থেকে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি ও পাবলাখালী এলাকার মধ্য দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়িতে অবৈধ পথে এই সিগারেট পৌঁছে। এই তথ্যের ভিত্তিতে লংগদু জোনের কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর নির্দেশনায়, জোন টুআইসি মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের তত্তাবধানে সাবজোন কমান্ডার মেজর ফেরদৌস এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকের নেতৃত্বে দুটি বিশেষ অপারেশন দল ১০ অক্টোবর সন্ধ্যা ৬টায় লেম্বুছড়ি মদনঘাট এলাকায় পৌঁছান।অপারেশন দল দুটি চার ভাগে বিভক্ত হয়ে গোপন ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত...