২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায়। যে কারণে শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন থানার এসআই মানিক কুমার সাহা। তদন্ত ওসি নেই দীর্ঘ ৭ বছর ধরে। থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়াকে বদলি করা হয়। ২৪ দিন পার হয়ে গেলেও বেনাপোল পোর্ট থানায় কোনও ওসি নিয়োগ দেওয়া হয়নি। প্রায় একমাস হতে চললো অভিভাবকবিহীন এ থানা। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর ধরে এ থানায় কোনও তদন্ত ওসি নিয়োগ দেওয়া হচ্ছে না। ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের মানুষ আইনশৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় পড়ছেন। থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে...