বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পতাকা উত্তোলন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল ৪টায় ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল ৫টায় মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাক চেয়ারপারসন ও পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড....