জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও পৌরসভার সম্মিলিত এ উদ্যোগে শহরে পথচারীসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। সম্প্রতি শহরের ফুটপাত দখল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পৌরসভার দায়িত্বহীনতার অভিযোগে বিরক্তি প্রকাশ করেন নেটিজেনরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে শহরের ফুটপাতে অবৈধভাবে দখল করে দোকানপাট গড়ে তোলা হয়। এতে করে পথচারী চলাচলে ভোগান্তির শিকার হন। সোমবার থেকে পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়। ফুটপাত ও ফুটপাতের পার্শ্ব সড়কে বসানো অস্থায়ী দোকান, সাইনবোর্ড ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। পরদিন মঙ্গলবার থেকে অভিযানে যুক্ত হয় জেলা প্রশাসন ও পৌরসভা। শহরের বিভিন্ন পয়েন্টে পুনরায় না বসতে পুলিশ মোতায়েন করা হয়। শহর ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম...