পটুয়াখালীর দুমকিতে টাইফয়েড টিকা দেওয়ার পর অন্তত সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১৩নম্বর আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টিকা দেওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থী মাথা ঘোরা, বমি ও জ্বর অনুভব করতে শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, টিকা দেয়ার পরে সাত শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসায় ছয় শিশু সুস্থ হয়ে অভিভাবকদের সঙ্গে বাড়ি চলে গেছে। একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আর দুজনকে বিদ্যালয়ে চিকিৎসা হচ্ছে। আশাকরি তারা শিগগিরই সুস্থ হয়ে যাবে। এ...