উত্তরবঙ্গের জ্ঞানচর্চার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭তম বছর পেরিয়ে ১৮তম বর্ষে পদার্পণ করেছে। উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালন করা হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার (১২ অক্টোবর) সকালে উৎসবমুখর আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন হয় দিনব্যাপী কর্মসূচির। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বর্ণিল এ আনন্দ শোভাযাত্রা বেরোবি ছাড়াও পার্কের মোড়সহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।আরো পড়ুন:বেরোবির সমাবর্তনে পররাষ্ট্র উপদেষ্টা রাখায় শিক্ষার্থীদের ক্ষোভবেরোবির সঙ্গে আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটস এর সমঝোতা বেরোবির সমাবর্তনে পররাষ্ট্র উপদেষ্টা রাখায় শিক্ষার্থীদের ক্ষোভ বেরোবির সঙ্গে আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটস এর সমঝোতা পরে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. রেজাউল হক। এতে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড....