চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি ১২ অক্টোবর, ২০২৫, ১৮:২৫:৩৬ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। চট্টগ্রাম: দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে এক ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেয়া শুরু হয়েছে। ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে এই টিকাদান কর্মসূচি শুরু হলো।তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়ায় ৬৫১টি কেন্দ্রে ১০৫৮০৯ জন শিশুকে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য প্রতিরোধমূলক টিকাদান কার্যক্রম অত্যন্ত জরুরি। টাইফয়েড একটি মারাত্মক পানি বাহিত রোগ, যা সময়মতো টিকা নেওয়ার মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব।দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পেইনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইনের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা...