স্থানীয়রা জানান, মিজান মাদকবিরোধী অবস্থান নেওয়ায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এতে এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে যিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছিলেন, সেই মিজানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।”বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।”নিউজজি/এসডি বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে যিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছিলেন, সেই মিজানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।”বেলকুচি থানার...