১২ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্ল্যাগ স্ট্যান্ডে (জাতীয় পতাকার দণ্ডে) জুতা উত্তোলনের অভিযোগে মারুফ হাসান মিরাজ (১৯) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর ওই যুবককে আটক করা হয়। মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে। সে বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্লাগ স্ট্যান্ডে (পতাকা দণ্ডে) জুতা উত্তোলনের ১৮/২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকা দণ্ডে জুতা উত্তোলন করছেন। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন আরও ২/৩ জন যুবক। এ বিষয়ে জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের মোবাইল...