নিখোঁজ রাসেল খানের সন্ধানে তেঁতুলিয়ায় অভিযান চালানো হচ্ছে নৌ পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ রাসেল খান (৩২) নামের এক যুবকের এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যার দিকে বাউফল নৌ পুলিশের ধাওয়া খেয়ে রাসেল খান তেঁতুলিয়ায় ঝাঁপ দেন। জানা গেছে, রাসেল খান অবরোধের সুযোগে ইলিশ মাছ কিনতে গিয়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যায়। তখন নৌ পুলিশের ধাওয়ার মুখে তিনি তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা পয়েন্টে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় একজন দর্জি। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বড়ডালিমা ব্রিজ এলাকায় তার দর্জির দোকান রয়েছে। স্থানীয়রা জানায়,...