রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন অর রশিদ সম্প্রতি পাংশায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলীয় ঐক্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেছেন।রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি বলেন, "সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কাজ করাই আমাদের অনুপ্রেরণা। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে দলীয় ঐক্য ধরে রাখতে হবে।"মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, "মনোনয়ন যেই পান না কেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। দল বিচার বিশ্লেষণ করে রাজবাড়ী-২ আসনে যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। যে ধানের শীষের প্রার্থী হবে, আমরা দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে মাঠে থেকে তাকে বিজয়ী করবো...