ভূমি মালিকদের দীর্ঘ দিনের ঝামেলা কমাতে এবং নামজারি প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে ভূমি মন্ত্রণালয় তিনটি বড় ঘোষণা দিয়েছে। এসব পরিবর্তন বাস্তবায়িত হলে জমির নামজারি অনেকটাই সরল হবে, আর দুর্নীতিকর ছন্দভঙ্গ প্রতিহত হবে। নিচে পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের নতুন নিয়মাবলী ও প্রয়োগ পদ্ধতি সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে উপস্থাপন করা হলো। প্রথমত, নামজারি আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টসের একটি নির্দিষ্ট তালিকা জমা দিতে হবে। এই তালিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জমির দলিল। নতুন মালিকানা সৃষ্টি হলে বা মালিকানা হস্তান্তর হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রিকৃত দলিল এবং সম্পত্তি দাতার কাছে থাকা সকল যাচাইযোগ্য দলিল আবেদনপত্রের সঙ্গে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। প্রার্থীর পরিচয় যাচাইয়েও কড়াকড়ি রাখা হয়েছে। নামজারি আবেদনকারীর পরিচয়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ববর্তী মালিকের পরিচয়পত্র ও ছবিসহ প্রাথমিক পর্যায়ে এসব ডকুমেন্টস জমা দিন; এগুলো...