চীনে প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বাড়ছে। ২০২৪ সালের শেষে ৬০ বছর কিংবা তার বেশি বয়সি মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ। এবার দেখা গেছে, সেই চীনের উত্তর হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম একটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। কারণ সেই নার্সিং হোমের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অনেক সমালোচনার ঝড় ওঠে। সেখানে ভিডিওতে দেখা গেছে, সেই নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীর সামনে ইঙ্গিতপূর্ণভাবে নাচছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল— আমাদের পরিচালক বয়স্কদের ওষুধ খাওয়াতে যা যা করা দরকার, সবই করছেন। ভিডিওতে ওই নারীকে প্রাণবন্তভাবে নাচতে দেখা যায়। হাঁটু পর্যন্ত কালো মোজা পরিহিত অবস্থায় কোমর দোলাতে দেখা যায় তাকে। এরপর নীল ইউনিফর্ম পরা অন্য এক কর্মী...