আন্দোলনকারীদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তারা। শিক্ষকরা বলছেন, কর্মবিরতির সঙ্গে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের লাগাতার অবস্থান কর্মসূচিও চলবে। রোববার বিকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী৷ তিনি বলেন, "২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরব না। “আজ যে পুলিশি হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের কয়েকজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি চাই।” তিনি বলেন, " দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে আমাদের কর্মবিরতির যে ঘোষণা ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি একদিন এগিয়ে নিয়ে আসার। আমরা ঘোষণা করতে চাই, আগামীকাল সোমবার...