রুশ অর্থনীতিকে দুর্বল এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করতে রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে ইউক্রেইন যে দূরপাল্লার হামলা চালিয়ে আসছে তাতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় কিইভ যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ রুশ জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে বলে এই কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনামা মার্কিন ও ইউক্রেইনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববারের প্রতিবেদনে বলেছে খবরের কাগজটি। এ প্রসঙ্গে হোয়াইট হাউস, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় ও ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বার্তা সংস্থা রয়টার্স মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কারও কাছ থেকে সাড়া পায়নি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখন পর্যন্ত প্রতিবেদনটি নিয়ে কোন মন্তব্য করেনি। তবে মস্কো চলতি মাসেই বলেছিল, ওয়াশিংটন ও এর নেটো মিত্ররা কিইভকে নিয়মিতই গোয়েন্দা তথ্য সরবরাহ করে যাচ্ছে। “গোয়েন্দা...