চলতি বছরের শেষ দিকে ৫ দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। আর এই আসরকে সামনে রেখে একটি ভেন্যু বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। ইতোমধ্যে রোববার (১২ অক্টোবর) স্টেডিয়ামটির অবকাঠামোসহ সব সুযোগ-সুবিধা পরিদর্শন করেছেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা। তারা জানিয়েছেন, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে স্টেডিয়ামটির ৭০ ভাগ সক্ষমতা রয়েছে। আগামী এক মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা তাদের। এদিন সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সব সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম ও পরিচালক খালেদ মাসুদ পাইলট। এদিনে সকালে কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখেন। তারা সিদ্ধান্ত নেন, ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রেস গ্যালারি, ধারা...