কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে দিয়েছে ভারত। পাঁচ উইকেট শিকার করে সফরকারীদের ফলোঅনে ব্যাট করতে পাঠিয়েছেন এই স্পিনার। ফলোঅনে অবশ্য ভালোই জবাব দিচ্ছেন তারা। এই বছরে প্রথমবারের মতো সর্বোচ্চ রানের জুটি গড়েছেন জন ক্যাম্পবেল ও শাই হোপ। তাদের ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রানে শেষ করেছে তৃতীয় দিন। ক্যাম্পবেল ক্যারিয়ারসেরা ৮৭ রানের ইনিংসে অপরাজিত আছেন। হোপও ৩১ ইনিংস পর তার প্রথম অর্ধশতক পেয়েছেন। ব্যাট করছেন ৬৬ রানে। তবু এত ভালো ব্যাটিংয়ের পরও দিল্লিতে ভারতকে আবার ব্যাটিংয়ে নামাতে তাদের প্রয়োজন আরও ৯৭ রান। নিষ্প্রাণ উইকেটে কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু আবারও কাজ করেছে। তবে ম্যাচ দ্রুত শেষ করার লোভটা উল্টো ভারতীয় বোলারদের কষ্টই বাড়িয়েছে। শেষ ৭৫.২ ওভারে ভারত পেয়েছে...