জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশের হদিস এখনো মেলেনি। পুলিশের তথ্যা অনুযায়ী, মোট লুট হওয়া ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১ হাজার ৩৫০টির এখনও কোনো খোঁজ নেই। একইভাবে ৬ লাখ ৫২ হাজারের বেশি গোলাবারুদের মধ্যে উদ্ধার হয়েছে মাত্র প্রায় ৩ লাখ ৯৪ হাজার। বাকি আড়াই লাখেরও বেশি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই পরিসংখ্যান শুধু উদ্বেগজনক নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এক গভীর হুমকির ইঙ্গিত। পুলিশের তথ্য থেকেই জানা গেছে, লুট হওয়া অস্ত্রগুলো বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকা-ে ব্যবহৃত হচ্ছে। পুলিশের অনুসন্ধানেই জানা গেছে যে, চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। বিভিন্ন থানা থেকে লুট হওয়া পিস্তল, রাইফেল, এসএমজি ও এলএমজির মতো অস্ত্র যদি...