গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সভাপতি ডাক্তার সাইদুর ইসলাম সেলিম। প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রদান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মুশফিকা হাসনিন চৌধুরী, প্রধান নগর...