আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার পর সেনা হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আইন অনুযায়ী গ্রেপ্তার হওয়ার পর কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা যাবে না, আদালতেই তাদের উপস্থিত করতে হবে।’ রবিবার (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগের দিন শনিবার সেনাসদরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানার আওতায় থাকা ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে সেনাসদরের এ বক্তব্য এখনও ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ বলেননি যে তাদের আটক রাখা হয়েছে। মিডিয়ায় যা এসেছে, আমরা সেটিকে আইনগতভাবে আমলে নিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘যদি বলা হয় যে তাদের...