বরগুনায় দুদকের গণশুনানিতে ১৮ সরকারি দপ্তরের বিরুদ্ধে মানুষ শতাধিক অভিযোগ করেছেন। রোববার ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে গণশুনানি চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। গণশুনানিতে শতাধিক অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৯ অভিযোগের শুনানি হয়। তিনটি অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং ৫৬টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, “দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার, আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।” বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদকের...