জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এনসিপি মনোনীত জাতীয় এমপি প্রার্থী আখতার হোসেন বলেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশের মুসলমানদের ওপর অত্যাচার করেছে। দাড়ি, টুপি রাখার কারণে জঙ্গি বলে (যারা জঙ্গি নয়) তাদেরকেও জেলের মধ্যে পচিয়ে মেরেছে। এই নতুন বাংলাদেশে ইসলামের ওপর কোনো ধরনের বিদ্বেষ আমরা সহ্য করব না। আমরা হিন্দু-মুসলমান পরস্পর সম্প্রীতিতে এই বাংলাদেশকে আমরা নতুন করে গঠন করব। শনিবার (১১ অক্টোবর) রাতে রংপুরের পীরগাছা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্বাধীনতা চত্বরে তাকে দেওয়া গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আখতার হোসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ঐতিহাসিক সফর শেষে দেশে ফেরায় তাকে দেওয়া এ গণসংবর্ধনা দেওয়া হয়। পরে এক পথসভায় যোগ দেন তিনি। আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশে ক্ষমতায় গিয়ে যদি কেউ স্বৈরাচারী হয়।...