দীর্ঘ শতাব্দীর অগণিত লড়াই-সংগ্রামের ফসল বাংলার স্বাধীনতা। প্রতিটি লড়াই, সংগ্রাম ও আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য রোধ করা। বাংলা জনপদের হাজার বছরের সংগ্রামের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রতিটি লড়াই ছিল অধিকার আদায়ের। এক রক্তক্ষয়ী জনযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলা জনপদ স্বাধীন হয়। কিন্তু দুর্ভাগ্য, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশটিতে আজও বৈষম্য রোধ হয়নি। উপরন্তু দেখা যায়, জাতপাতের বৈষম্য এখন প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে। স্বাধীন দেশের ১৯৭২ সালে রচিত সংবিধানে নাগরিকদের অধিকারগুলোর মধ্যে ছিলÑ ১. আইনের চোখে সকল নাগরিক সমান। ২. ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো বৈষম্য করা যাবে না। ৩. নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়। ৪. সরকারি চাকরি বা নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ থাকবে। ৫. প্রত্যেকের জীবন ও...