১২ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম টানা বৃষ্টির কারণে বগুড়ার শিবগঞ্জ-পিরব সড়কের লোহার ব্রীজ নামক স্থানে ২ কিলোমিটার রাস্তা খানাখন্দের কারণে ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষের চরম জনদুর্ভোগ উপজেলা সদরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা। সরেজমিনের গিয়ে জানা গেছে, উপজেলার শিবগঞ্জ- পিরব এলজিইডির বাস্তবায়নাধীন রাস্তা কুড়াহার পুলিশ বক্স থেকে কামরাতা পর্যন্ত ২ কিলোমিটার রাস্তায় দীর্ঘদিন যাবত শত শত খানা খন্দের সৃষ্টির হয়েছে। চলতি বছরে টানা বৃষ্টির কারণে খানা খন্দগুলো বড় আকার ধারণ করেছে। ফলে উপজেলার পিরব, মাঝিহট্ট, বুড়িগঞ্জ ও আটমূল ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। উক্ত স্থানে প্রতিদিন সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। উক্ত ৪ ইউনিয়নের জনসাধারণ উপজেলা সদরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশংকা রয়েছে। গত কয়েক মাস পূর্বে উক্ত স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ...