এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার দায়িত্বহীনতার কারণে প্রতিদিনই রাতের আঁধারে ফেলা হয় টনের পর টন ময়লা। এতে বায়ুবাহিত রোগ, মশা-মাছিসহ জীবাণুর বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শাহ আলম নামে একজন এলাকাবাসী বলেন, এখানে ফেলা এই ময়লা আবর্জনা দুর্গন্ধে আমরা বাসায় থাকতে পারিনা ফলে দরজা জানালা বন্ধ করে রাখতে হয় সারাদিন রাত। হোসেন মিয়া নামে অপর একজন এলাকাবাসী বলেন, ময়লার দুর্গন্ধে রাতে টেকা যায় না। আর এই গন্ধে বাচ্চা-বুড়ো সবাই অসুস্থ হয়ে পড়ছে। এ ব্যাপারে পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। পৌর কর্তৃপক্ষের এই উদাসীনতার বেশ কিছুদিন আগে স্থানীয় এলাকাবাসী নিজেরা উদ্যোগী হয়ে তথ্য সংগ্রহ করে সেখানে একটি বাঁশের বেড়া নির্মাণ করে ময়লা ফেলা বন্ধ করেন। এরপর থেকে কিছুদিন যাবত সেখানে ময়লা ফেলা বন্ধ থাকায় কিছুটা স্বস্তি ফিরে পায় এলাকাবাসী। এলাকাবাসীর এই স্বস্তির বেশি দিন...