বোল্ড সিল্ক স্মিতা চরিত্রে 'ডার্টি পিকচার' দিয়ে ঝড় তোলা এবং 'তুমহারে সুলু'-তে উচ্চাকাঙ্ক্ষী গৃহিণীর রেডিও জকি হয়ে ওঠার মতো নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি চল্লিশের কোটা পূর্ণ করে মত প্রকাশ করেছেন যে, বয়স মেয়েদের আরও বেশি আত্মবিশ্বাসী, সুখী, দুষ্টু ও আবেদনময়ী করে তোলে। একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন যে, সাধারণত লাজুক থাকার শিক্ষা দেওয়া হলেও, বয়সের সঙ্গে সঙ্গে মেয়েরা পরিপক্ব হয়ে ওঠে এবং 'কিছুতেই পরোয়া না করার' এই মানসিকতা তাদের জীবনকে আরও উপভোগ্য করে তোলে। তিনি আরও মজা করে যোগ করেন, তাঁর এক বন্ধুর মতে ৩৫ বছর পর মেয়েরা অধিক উপভোগ করে। তবে তাঁর মতে চল্লিশের পর মেয়েরা আরও বেশি...