বহু তরুণ-তরুণী বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন সংস্থা তথা টেক জায়েন্ট গুগলে চাকরি ও ইন্টার্নশিপ করার স্বপ্ন দেখেন। চাকরির সুযোগ না মিললেও এবার যুক্তরাষ্ট্রে গুগল সিকিউরিটি কনসালট্যান্ট ইন্টার্নশিপ-২০২৬ এ আবেদন শুরু হয়েছে।গুগলের এই পূর্ণকালীন ১২ সপ্তাহের ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করে সাইবার সিকিউরিটি সমাধান বাস্তবায়নে সরাসরি অভিজ্ঞতা পাবেন। এ ছাড়া গুগলের বৈচিত্র্যময় দল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা নেওয়ার সুযোগও থাকবে। তাহলে চলুন জেনে নিই গুগলে ইন্টার্নশিপ করতে সুবিধা-যোগ্যতা সম্পর্কে: * কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সিকিউরিটিতে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত হতে হবে। * পেশাদার সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। * যুক্তরাষ্ট্রে বর্তমানে কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি থাকলে তা অগ্রাধিকারযোগ্য যোগ্যতা হিসেবে মূল্যায়িত হবে। * বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সময়ের বাইরে পূর্ণকালীন ১২ সপ্তাহ ইন্টার্নশিপে অংশ নিতে সক্ষম হতে...