দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (১২ অক্টোবর) লেনদেন হয়েছে ৫৪২ কোটি টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের বড় পতন হয়েছে। সূচকটি আজ কমেছে ৮১ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৭৮ দশমিক ৫৩ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ২৫৮ কোটি টাকা। অন্যান্য খাতের কোম্পানির তুলনায় ব্যাংক, বিমা, প্রকৌশল, ওষুধ-রসায়ন ও বস্ত্র প্রতিষ্ঠানের মূলধন ও শেয়ার সংখ্যা বেশি। এসব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার যেদিন দর কমে, সেইদিন পুঁজিবাজার পতনে থাকে। সেই হিসেবে আজ ব্যাংক, বিমা, প্রকৌশল ও ওষুধ খাতগুলোর ৮০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এছাড়া সিমেন্ট, আইটি, পাট, পেপার প্রিন্টিংসহ টেলিকম খাতগুলোর সব কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। তারই প্রভাবে আজ ডিএসইতে সব ধরনের সূচকের পতন দেখা...