আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ৫৮ সেনা নিহত এবং ২৫টি সেনা পোস্ট দখলের দাবি করেছে আফগান বাহিনী। এরইমধ্যে আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান।রোববার (১২ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ তোরখান ও চামান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার এসব সীমান্ত বন্ধ করা হয়েছে। এছাড়া আরও ৩টি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গোলাম খান।রয়টার্স জানিয়েছে, সীমান্ত বন্ধের বিষয়ে আফগাস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ, যার পাকিস্তানের সঙ্গে প্রায় দুহাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।পাক সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন আফগানিস্তানেরপাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে...